সমাজসেবা অধিদফতর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অন্যতম জাতিগঠনমূলক দপ্তর হিসাবে দেশের দুঃস্থ, দরিদ্র, অবহেলিত, অনগ্রসর, সুযোগ-সুবিধাবঞ্চিত, সমস্যাগ্রস্ত পশ্চাৎপদ ও প্রতিবন্ধী জনগোষ্ঠীকে সেবা প্রদান করছে। লক্ষ্যভুক্ত এ সকল জনগোষ্ঠীকে মানব সম্পদে পরিণত করে সমাজসেবা অধিদফতর দারিদ্র্যবিমোচন এবং সামাজিক নিরাপত্তা প্রদানের মাধ্যমে দেশের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ লক্ষ্যে সমাজসেবা অধিদফতরের আওতাধীন শহর সমাজসেবা কার্যালয়, রাঙ্গামাটি কর্তৃক গত তিন বছরে-
১। ১২২৪ বয়স্ক ভাতাভোগী, ৩৬৭ বিধবা স্বামী নিগৃহীতা মহিলা ভাতাভোগী, ৭৫৫ অসচ্ছল প্রতিবন্ধী ভাতাভোগী, ২৭ জন বেদে ও অনগ্রসর ভাতাভোগী সর্বমোট ২৩৭৩ জন ভাতাভোগী’র নামে বিকাশ হিসাব খোলা হয়েছে। সকল ভাতাভোগীর বিকাশ হিসেবে সরাসরি ভাতার অর্থ পরিশোধ করা হচ্ছে।
২। ১০২৯ জন প্রতিবন্ধী ব্যক্তির সনাক্তকরণ সম্পন্ন করেছে।
৩। প্রাথমিক পর্যায়ের ৪৩, মাধ্যমিক পর্যায়ে ১৬, উচ্চ মাধ্যমিক পর্যায়ে ০১ জন এবং উচ্চতর স্তরে ০১ জন প্রতিবন্ধী শিক্ষার্থীকে শিক্ষা উপবৃত্তি প্রদান করা হচ্ছে।
৪। প্রাথমিক পর্যায়ের ২৩ মাধ্যমিক পর্যায়ে ০৭, উচ্চ মাধ্যমিক পর্যায়ে ০৩ জন এবং উচ্চতর স্তরে ০১ জন বেদে ও অনগ্রসর জনগোষ্ঠীর শিক্ষার্থীকে শিক্ষা উপবৃত্তি প্রদান করা হচ্ছে।
৫। বয়স্ক, বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলা ভাতা এবং অস্বচ্ছল প্রতিবন্ধী ভাতাভোগীদের ডিজিটাল তথ্য ভান্ডার ইতোমধ্যে প্রায় শতভাগ সম্পন্ন হয়েছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস