Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শহর সমাজসেবা কার্যালয়ে আপনাকে স্বাগতম

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন সমাজসেবা অধিদপ্তরে সকল সেবা এক সাথে অনলাইন আবেদনের মাধমে পাওয়া যায়। সকল সমাজকল্যাণ সেবা পেতে ক্লিক করুন- http://services.msw.gov.bd


সমন্বয় পরিষদের কার্যক্রম

প্রকল্প সমন্বয় পরষিদ রাঙ্গামাটি এর কার্যক্রম :

 

(১) মানব সম্পদ উন্নয়নের লক্ষ্যে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র পরচিালনা;

(২) আয়-বর্ধক প্রকল্প-কর্মসূচি গ্রহণ ও পরিচালনা;

(৩) শিশু কল্যাণ ও উন্নয়ন;

(৪) প্রতিবন্ধী ব্যক্তিদের কল্যাণ ও উন্নয়ন;

(৫) নারীকল্যাণ ও উন্নয়ন;

(৬) প্রবীণ কল্যাণ ও পুনর্বাসন;

(৭) আইনের সংস্পর্শে আসা শিশু এবং আইনের সংঘাতে জড়িত শিশুদের কল্যাণ ও উন্নয়ন;

(৮) যুবকল্যাণ ও উন্নয়ন;

(৯) কারামুক্ত কয়েদীদের কল্যাণ, উন্নয়ন ও পুনর্বাসন;

(১০) ভবঘুরে ও নিরাশ্রয় ব্যক্তিদের কল্যাণ, উন্নয়ন ও পুনর্বাসন;

(১১) দীর্ঘস্থায়ী শারীরিক ও মানসিক রোগীদের কল্যাণ, উন্নয়ন ও পুনর্বাসন;

(১২) ছাত্রকল্যাণ;

(১৩) পরিবারকল্যাণ;

(১৪) দুর্যোগ প্রস্তুতি এবং ব্যবস্থাপনা;

(১৫) স্বাস্থ্য শিক্ষা/স্বাস্থ্যসেবা/স্বাস্থ্য গবেষণা;

(১৬) পরিবেশ সংরক্ষণ ও পুনরুদ্ধার, সামাজিক বনায়ন এবং বনায়ন;

(১৭) সামাজিক গবেষণা, সাংস্কৃতিক অনুশিক্ষা এবং মূল্যায়ণ;

(১৮) সমাজ বিরোধী কার্যকলাপ হইতে জনগণকে বিরত রাখিবার উদ্দেশ্যে চিত্তবিনোদনমূলক কর্মসূচি;

(১৯) নাগরিক দায়িত্ববোধ জাগ্রত করিবার উদ্দেশ্যে সামাজিক শিক্ষা, বয়স্ক শিক্ষা;

(২০) মাদকাসক্তদের চিকিৎসা ও পুনর্বাসন;

(২১) প্রান্তিক অনগ্রসর ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী বা জনসমষ্টির কল্যাণ, উন্নয়ন ও পুনর্বাসন;

(২২) পশু পালন/হাঁস-মুরগী পালন/মৎস চাষ/মৌ-চাষ/রেশম চাষ ইত্যাদি;

(২৩) সামাজিক ও জনকল্যাণমূলক সংগঠনের উন্নয়ন বা জনগণের যে কোন অংশের বা শ্রেণির কল্যাণ;

(২৪) কৃষি ও কৃষক উন্নয়ন;

(২৫) প্রাণি সম্পদ উন্নয়ন;

(২৬) পাঠাগার, সাংস্কৃতিক এবং বিনোদনমূলক কর্মকান্ডের সৃজন বা উন্নয়ন;

(২৭) স্থায়ীত্বশীল ভূমি ব্যবহার, ভূমি সংরক্ষণ ও ভূমি উন্নয়ন;

(২৮) সংবিধান এবং আইন স্বীকৃত অধিকারসমূহের সংরক্ষণ এবং উন্নয়ন;

(২৯) আইনগত শিক্ষা ও সহায়তা;

(৩০) গণতান্ত্রিক মূল্যবোধ সম্পর্কে সচেতনতা সৃষ্টি এবং নির্বাচন পর্যবেক্ষণ;

(৩১) সমাজকল্যাণ সম্পর্কিত বিভিন্ন বিষয়ে এ্যাডভোকেসি;

(৩২) সমাজকল্যাণ কার্যে প্রশিক্ষণ;

(৩৩) সমাজকল্যাণ সংস্থাসমূহের সমন্বয় সাধন;

(৩৪) এ সংগঠনের উদ্দেশ্য পুরণকল্পে অন্যকোনো কার্যক্রম গ্রহণ; এবং

(৩৫) প্রয়োজনে এলাকার স্বার্থে দেশী-বিদেশী দাতা সংস্থার আর্থিক সহায়তার ভিত্তিতে উন্নয়ন কার্যক্রম গ্রহণ।

(৩৬) কমটিরি সদস্যপদ অনুমোদন, নবায়ন এবং বাতিলের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ;

(৩৭) কার্যনির্বাহী কমিটি গঠনের নিমিত্ত নির্ধারিত সময়ের তিন মাস পূর্বে নিবন্ধীকরণ কর্তৃপক্ষকে নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে অবহিতকরণ ও নির্বাচন আয়োজনে সংশ্লিষ্ট নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় সহায়তা প্রদান;

(৩৮) শহর সমাজ উন্নয়ন কার্যক্রমের বিভিন্ন কর্মসূচি পরিচালনায় পরামর্শ প্রদান;

(৩৯) বিভিন্ন সামাজিক সমস্যা সমাধানের লক্ষ্যে প্রয়োজনীয় কর্মসূচি বাস্তবায়ন;

(৪০) সরকারি-বেসরকারি সমাজসেবামূলক উদ্যোগের সমন্বয় সাধন;

(৪১) সংগঠনের বার্ষিক বাজেট প্রণয়ন ও বাস্তবায়ন;

(৪২) স্থানীয়ভাবে তহবিল সংগ্রহ ও সম্পদ আহরণের উদ্যোগ গ্রহণ এবং এর সুষ্ঠু ব্যবহার নিশ্চিতকরণ;

(৪৩) নিরীক্ষক নিয়োগ;

(৪৪) বার্ষিক প্রতিবেদন প্রণয়ন ও প্রকাশ, এতে বার্ষিক আয়-ব্যয়ের হিসাব, কার্যক্রম ও পরিকল্পনার বিবরণ সন্নিবিষ্ট হবে;

(৪৫) বছরে ন্যূনতম ৪(চার)টি সভা অনুষ্ঠান।