সমন্বয় পরিষদের গঠন:
(১) স্বেচ্ছাসেবক ও স্বেচ্ছাসেবী সংস্থার কর্মকাণ্ডের সমন্বয়, বেসরকারি ও স্বেচ্ছাসেবী সমাজসেবামূলক উদ্যোগ উৎসাহিতকরণ এবং মানবসম্পদ উন্নয়নের লক্ষ্যে প্রতিটি শহর সমাজসেবা কার্যালয়ে স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থাসমূহ (রেজিস্ট্রেশন ও নিয়ন্ত্রণ) অধ্যাদেশ, ১৯৬১ এর অধীন শহর সমাজসেবা কার্যালয়-১, রাঙ্গামাটি প্রকল্প সমন্বয় পরিষদ গঠন করা হয়েছে।
(২) উপঅনুচ্ছেদ ১ অনুসারে গঠিত সমন্বয় পরিষদ সংশ্লিষ্ট নিবন্ধীকরণ/নিবন্ধনকারী কর্তৃপক্ষের নিয়ন্ত্রণাধীন একটি স্বেচ্ছাসেবী সংস্থা হিসেবে পরিচালিত হচ্ছে।
সমন্বয় পরিষদের কর্মপরিধিঃ
(১) স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থাসমূহ (রেজিস্ট্রেশন ও নিয়ন্ত্রণ) অধ্যাদেশ, ১৯৬১ এর তফসিলে বর্ণিত কার্যক্রমের সাথে সংগতিপূর্ণ কার্যক্রম সমন্বয় পরিষদের কর্মপরিধি হবে।
(২) সংশ্লিষ্ট নিবন্ধীকরণ/নিবন্ধকারী কর্তৃপক্ষের অনুমোদনক্রমে নীতিমালার আলোকে সমন্বয় পরিষদ যে কোনো আয়-বর্ধক কর্মসূচি পরিচালনা করতে পারবে।
উদ্দেশ্যঃ
(১) মানব সম্পদ উন্নয়নের লক্ষ্যে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ;
(২) আয়-বর্ধক প্রকল্প-কর্মসূচি গ্রহণ ও পরিচালনা;
(৩) শিশু কল্যাণ ও উন্নয়ন;
(৪) প্রতিবন্ধী ব্যক্তিদের কল্যাণ ও উন্নয়ন;
(৫) নারীকল্যাণ ও উন্নয়ন;
(৬) প্রবীণ কল্যাণ ও পুনর্বাসন;
(৭) আইনের সংস্পর্শে আসা শিশু এবং আইনের সংঘাতে জড়িত শিশুদের কল্যাণ ও উন্নয়ন;
(৮) যুবকল্যাণ ও উন্নয়ন;
(৯) কারামুক্ত কয়েদীদের কল্যাণ, উন্নয়ন ও পুনর্বাসন;
(১০) ভবঘুরে ও নিরাশ্রয় ব্যক্তিদের কল্যাণ, উন্নয়ন ও পুনর্বাসন;
(১১) দীর্ঘস্থায়ী শারীরিক ও মানসিক রোগীদের কল্যাণ, উন্নয়ন ও পুনর্বাসন;
(১২) ছাত্রকল্যাণ;
(১৩) পরিবারকল্যাণ;
(১৪) দুর্যোগ প্রস্তুতি এবং ব্যবস্থাপনা;
(১৫) স্বাস্থ্য শিক্ষা/স্বাস্থ্যসেবা/স্বাস্থ্য গবেষণা;
(১৬) পরিবেশ সংরক্ষণ ও পুনরুদ্ধার, সামাজিক বনায়ন এবং বনায়ন;
(১৭) সামাজিক গবেষণা, সাংস্কৃতিক অনুশিক্ষা এবং মূল্যায়ণ;
(১৮) সমাজ বিরোধী কার্যকলাপ হইতে জনগণকে বিরত রাখিবার উদ্দেশ্যে চিত্তবিনোদনমূলক কর্মসূচি;
(১৯) নাগরিক দায়িত্ববোধ জাগ্রত করিবার উদ্দেশ্যে সামাজিক শিক্ষা, বয়স্ক শিক্ষা;
(২০) মাদকাসক্তদের চিকিৎসা ও পুনর্বাসন;
(২১) প্রান্তিক অনগ্রসর ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী বা জনসমষ্টির কল্যাণ, উন্নয়ন ও পুনর্বাসন;
(২২) পশু পালন/হাঁস-মুরগী পালন/মৎস চাষ/মৌ-চাষ/রেশম চাষ ইত্যাদি;
(২৩) সামাজিক ও জনকল্যাণমূলক সংগঠনের উন্নয়ন বা জনগণের যে কোন অংশের বা শ্রেণির কল্যাণ;
(২৪) কৃষি ও কৃষক উন্নয়ন;
(২৫) প্রাণি সম্পদ উন্নয়ন;
(২৬) পাঠাগার, সাংস্কৃতিক এবং বিনোদনমূলক কর্মকান্ডের সৃজন বা উন্নয়ন;
(২৭) স্থায়ীত্বশীল ভূমি ব্যবহার, ভূমি সংরক্ষণ ও ভূমি উন্নয়ন;
(২৮) সংবিধান এবং আইন স্বীকৃত অধিকারসমূহের সংরক্ষণ এবং উন্নয়ন;
(২৯) আইনগত শিক্ষা ও সহায়তা;
(৩০) গণতান্ত্রিক মূল্যবোধ সম্পর্কে সচেতনতা সৃষ্টি এবং নির্বাচন পর্যবেক্ষণ;
(৩১) সমাজকল্যাণ সম্পর্কিত বিভিন্ন বিষয়ে এ্যাডভোকেসি;
(৩২) সমাজকল্যাণ কার্যে প্রশিক্ষণ;
(৩৩) সমাজকল্যাণ সংস্থাসমূহের সমন্বয় সাধন;
(৩৪) এ সংগঠনের উদ্দেশ্য পুরণকল্পে অন্যকোনো কার্যক্রম গ্রহণ; এবং
(৩৫) প্রয়োজনে এলাকার স্বার্থে দেশী-বিদেশী দাতা সংস্থার আর্থিক সহায়তার ভিত্তিতে উন্নয়ন কার্যক্রম গ্রহণ।
সদস্যপদ লাভ
নিম্নবর্ণিতগন এই সংগঠনের সদ্যপদ লাভ করিবেন
(ক) স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি সদস্য
স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থাসমূহ (রেজিষ্ট্রেশন ও নিয়ন্ত্রণ) অধ্যাদেশ ১৯৬১ অধীন নিবন্ধিত শহর সমাজসেবা কার্যালয়, রাঙ্গামাটির আওতাধীন স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থার অনধিক দুইজন প্রতিনিধি প্রকল্প সমন্বয় পরিষদের অন্তর্ভুক্ত হবে;
তবে শর্ত থাকে যে , প্রকল্প সমন্বয় পরিষদ রাঙ্গামাটির কার্যনির্বাহি পরিষদ কর্তৃক নির্ধারিত বার্ষিক চাাঁদা পরিষদ পূর্বক স্বেচ্ছাসেবী সংস্থাকে তালিকাভূক্ত(Affiliated) হতে হবে;
আরো শর্ত থাকে যে , প্রতিনিধিগন সংশ্লিষ্ট কার্যকরি কমিটি কর্তৃক মনোনীত হবেন।
(খ) আজীবন সদস্য
রাঙ্গামাটি শহর সমাজ উন্নয়ন প্রকল্প পরিষদঃ
০১। সমন্বয় পরিষদের নিবন্ধন নম্বর : ০২(০৫-১০৩৯)/৬৩, তাং-১২/১১/১৯৬৩ খ্রিঃ
০২। প্রথম সমন্বয় পরিষদ গঠনের তারিখ : ৩০/০১/২০০৬ খ্রিঃ
০৩। সর্বশেষ কার্যকরি পরিষদ গঠন ও অনুমোদনের তারিখ : ৩১/১২/২০২০খ্রিঃ
০৪। চলতি বছরে কার্যকরি পরিষদের সভার সংখ্যা : ০৩টি
০৫। সাধারণ পরিষদ সভার শেষ তারিখ/সভার সংখ্যা : ০৫/০২/২০২২ খ্রিঃ
০৬। সংস্থার সদস্য সংখ্যা : ক) সাধারণ সদস্য সংখ্যা : ৮০ জন খ) কার্যকরী সদস্য সংখ্যা : ১৫ জন
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস