Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শহর সমাজসেবা কার্যালয়ে আপনাকে স্বাগতম

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন সমাজসেবা অধিদপ্তরে সকল সেবা এক সাথে অনলাইন আবেদনের মাধমে পাওয়া যায়। সকল সমাজকল্যাণ সেবা পেতে ক্লিক করুন- http://services.msw.gov.bd


সমন্বয় পরিষদ গঠন

সমন্বয় পরিষদের গঠন:

(১) স্বেচ্ছাসেবক ও স্বেচ্ছাসেবী সংস্থার কর্মকাণ্ডের সমন্বয়, বেসরকারি ও স্বেচ্ছাসেবী সমাজসেবামূলক উদ্যোগ উৎসাহিতকরণ এবং মানবসম্পদ উন্নয়নের লক্ষ্যে প্রতিটি শহর সমাজসেবা কার্যালয়ে স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থাসমূহ (রেজিস্ট্রেশন ও নিয়ন্ত্রণ) অধ্যাদেশ, ১৯৬১ এর অধীন শহর সমাজসেবা কার্যালয়-১, রাঙ্গামাটি প্রকল্প সমন্বয় পরিষদ গঠন করা হয়েছে।

(২) উপঅনুচ্ছেদ ১ অনুসারে গঠিত সমন্বয় পরিষদ সংশ্লিষ্ট নিবন্ধীকরণ/নিবন্ধনকারী কর্তৃপক্ষের নিয়ন্ত্রণাধীন একটি স্বেচ্ছাসেবী সংস্থা হিসেবে পরিচালিত হচ্ছে।

 

সমন্বয় পরিষদের কর্মপরিধিঃ  

(১) স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থাসমূহ (রেজিস্ট্রেশন ও নিয়ন্ত্রণ) অধ্যাদেশ, ১৯৬১ এর তফসিলে বর্ণিত কার্যক্রমের সাথে সংগতিপূর্ণ কার্যক্রম সমন্বয় পরিষদের কর্মপরিধি হবে।

( সংশ্লিষ্ট নিবন্ধীকরণ/নিবন্ধকারী কর্তৃপক্ষের অনুমোদনক্রমে নীতিমালার আলোকে সমন্বয় পরিষদ যে কোনো আয়-বর্ধক কর্মসূচি পরিচালনা করতে পারবে। 

উদ্দেশ্যঃ

(১) মানব সম্পদ উন্নয়নের লক্ষ্যে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ;

(২) আয়-বর্ধক প্রকল্প-কর্মসূচি গ্রহণ ও পরিচালনা;

(৩) শিশু কল্যাণ ও উন্নয়ন;

(৪) প্রতিবন্ধী ব্যক্তিদের কল্যাণ ও উন্নয়ন;

(৫) নারীকল্যাণ ও উন্নয়ন;

(৬) প্রবীণ কল্যাণ ও পুনর্বাসন;

(৭) আইনের সংস্পর্শে আসা শিশু এবং আইনের সংঘাতে জড়িত শিশুদের কল্যাণ ও উন্নয়ন;

(৮) যুবকল্যাণ ও উন্নয়ন;

(৯) কারামুক্ত কয়েদীদের কল্যাণ, উন্নয়ন ও পুনর্বাসন;

(১০) ভবঘুরে ও নিরাশ্রয় ব্যক্তিদের কল্যাণ, উন্নয়ন ও পুনর্বাসন;

(১১) দীর্ঘস্থায়ী শারীরিক ও মানসিক রোগীদের কল্যাণ, উন্নয়ন ও পুনর্বাসন;

(১২) ছাত্রকল্যাণ;

(১৩) পরিবারকল্যাণ;

(১৪) দুর্যোগ প্রস্তুতি এবং ব্যবস্থাপনা;

(১৫) স্বাস্থ্য শিক্ষা/স্বাস্থ্যসেবা/স্বাস্থ্য গবেষণা;

(১৬) পরিবেশ সংরক্ষণ ও পুনরুদ্ধার, সামাজিক বনায়ন এবং বনায়ন;

(১৭) সামাজিক গবেষণা, সাংস্কৃতিক অনুশিক্ষা এবং মূল্যায়ণ;

(১৮) সমাজ বিরোধী কার্যকলাপ হইতে জনগণকে বিরত রাখিবার উদ্দেশ্যে চিত্তবিনোদনমূলক কর্মসূচি;

(১৯) নাগরিক দায়িত্ববোধ জাগ্রত করিবার উদ্দেশ্যে সামাজিক শিক্ষা, বয়স্ক শিক্ষা;

(২০) মাদকাসক্তদের চিকিৎসা ও পুনর্বাসন;

(২১) প্রান্তিক অনগ্রসর ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী বা জনসমষ্টির কল্যাণ, উন্নয়ন ও পুনর্বাসন;

(২২) পশু পালন/হাঁস-মুরগী পালন/মৎস চাষ/মৌ-চাষ/রেশম চাষ ইত্যাদি;

(২৩) সামাজিক ও জনকল্যাণমূলক সংগঠনের উন্নয়ন বা জনগণের যে কোন অংশের বা শ্রেণির কল্যাণ;

(২৪) কৃষি ও কৃষক উন্নয়ন;

(২৫) প্রাণি সম্পদ উন্নয়ন;

(২৬) পাঠাগার, সাংস্কৃতিক এবং বিনোদনমূলক কর্মকান্ডের সৃজন বা উন্নয়ন;

(২৭) স্থায়ীত্বশীল ভূমি ব্যবহার, ভূমি সংরক্ষণ ও ভূমি উন্নয়ন;

(২৮) সংবিধান এবং আইন স্বীকৃত অধিকারসমূহের সংরক্ষণ এবং উন্নয়ন;

(২৯) আইনগত শিক্ষা ও সহায়তা;

(৩০) গণতান্ত্রিক মূল্যবোধ সম্পর্কে সচেতনতা সৃষ্টি এবং নির্বাচন পর্যবেক্ষণ;

(৩১) সমাজকল্যাণ সম্পর্কিত বিভিন্ন বিষয়ে এ্যাডভোকেসি;

(৩২) সমাজকল্যাণ কার্যে প্রশিক্ষণ;

(৩৩) সমাজকল্যাণ সংস্থাসমূহের সমন্বয় সাধন;

(৩৪) এ সংগঠনের উদ্দেশ্য পুরণকল্পে অন্যকোনো কার্যক্রম গ্রহণ; এবং

(৩৫) প্রয়োজনে এলাকার স্বার্থে দেশী-বিদেশী দাতা সংস্থার আর্থিক সহায়তার ভিত্তিতে উন্নয়ন কার্যক্রম গ্রহণ।


সদস্যপদ লাভ 

নিম্নবর্ণিতগন এই সংগঠনের সদ্যপদ লাভ করিবেন

(ক) স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি সদস্য

স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থাসমূহ (রেজিষ্ট্রেশন ও নিয়ন্ত্রণ) অধ্যাদেশ ১৯৬১ অধীন নিবন্ধিত শহর সমাজসেবা কার্যালয়, রাঙ্গামাটির আওতাধীন স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থার অনধিক দুইজন প্রতিনিধি প্রকল্প সমন্বয় পরিষদের অন্তর্ভুক্ত হবে;

তবে শর্ত থাকে যে , প্রকল্প সমন্বয় পরিষদ রাঙ্গামাটির কার্যনির্বাহি পরিষদ কর্তৃক নির্ধারিত বার্ষিক চাাঁদা পরিষদ পূর্বক স্বেচ্ছাসেবী সংস্থাকে তালিকাভূক্ত(Affiliated) হতে হবে;

আরো শর্ত থাকে যে , প্রতিনিধিগন সংশ্লিষ্ট কার্যকরি কমিটি কর্তৃক মনোনীত হবেন।

(খ) আজীবন সদস্য 


রাঙ্গামাটি শহর সমাজ উন্নয়ন প্রকল্প পরিষদঃ

০১। সমন্বয় পরিষদের নিবন্ধন নম্বর                               : ০২(০৫-১০৩৯)/৬৩, তাং-১২/১১/১৯৬৩ খ্রিঃ

০২। প্রথম সমন্বয় পরিষদ গঠনের তারিখ                        : ৩০/০১/২০০৬ খ্রিঃ

০৩। সর্বশেষ কার্যকরি পরিষদ গঠন ও অনুমোদনের তারিখ : ৩১/১২/২০২০খ্রিঃ

০৪। চলতি বছরে কার্যকরি পরিষদের সভার সংখ্যা            : ০৩টি   

০৫। সাধারণ পরিষদ সভার শেষ তারিখ/সভার  সংখ্যা        : ০৫/০২/২০২২ খ্রিঃ

০৬। সংস্থার সদস্য সংখ্যা                                         : ক) সাধারণ সদস্য সংখ্যা : ৮০ জন  খ) কার্যকরী সদস্য সংখ্যা : ১৫ জন